বাজিতপুরে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র তায়েব উদ্দিন

medhabi tayeb sararchar

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের আশিনল গ্রামের গরিব পরিবারের এক মেধাবী ছাত্রের নাম মো. তায়েব উদ্দিন। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কঠোর পরিশ্রম আর অদম্য অধ্যাবসায়ের ফলে সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মো. তায়েব উদ্দিনের পিতার নাম শাফি মিয়া, পেশায় রাজমিস্ত্রি ও মায়ের নাম শিখা আক্তার পেশায় গৃহিণী। ৭ সদস্যের অভাবের সংসারে পড়ালেখায় তায়েবই সফল ও সবল। ভবিষ্যতে জনসেবার জন্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে সে। পড়ালেখার পাশাপাশি তায়েব খেলাধুলা ও লেখালেখিতেও স্বার্থক নাম। লেখেছে ৯টির মতো প্রতিবাদী কবিতাও।

medhabi tayeb sararchar
বাবা-মায়ের সাথে তায়েব

মো. তায়েব উদ্দিনের পিতা শাফি মিয়া জানান, আমার ইচ্ছা ছিল কাদের মোল্লা কলেজে ছেলেকে পড়াব। তা মনে হয় সম্ভব হবে না আমার পক্ষে। দরিদ্রতার মধ্যে থেকেও আমি আমার উপার্জিত সমস্ত টাকা তায়েবের পেছনে পড়াশোনার জন্য ব্যয় করছি। আমার ছেলেটি বড় হয়ে মানুষের মতো মানুষ হবে আল্লাহর কাছে এটাই আমার একমাত্র চাওয়া।

এদিকে GPA-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র মো. তায়েব উদ্দিন জানান, আমি সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে GPA-৫ পেয়েছি; মহান আল্লাহর দরবারে তাই হাজার শুকরিয়া। আমি জানতাম মালিকের কাছে চাইলে সব পাওয়া যায়। তাই আমি পড়াশোনা করে চেষ্টা করেছি এবং তা পেয়েছি। ভবিষ্যতের কথা আমি জানি না। শুধু জানি চেষ্টা করে মালিকের কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহ যেন আমার পরিবারের দরিদ্রতা কাটিয়ে তুলেন। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

Similar Posts

error: Content is protected !!