বড় পদবি, বেশি ফি : প্রতারক ডাক্তার আটক

false doctor debnat

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
ডা. সুব্রত দেবনাথ! দীর্ঘদিন ধরে  কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোডস্থ কালিবাড়ি এলাকায় ‘মেডিপ্লাস হেলথ কেয়ার’ নামের একটি ক্লিনিকে তিনি রোগী দেখতেন। নামের আগে পরিচিতি হিসেবে লেখা ছিলো মেডিসিন, হৃদরোগ, ডায়বেটিক্স ও শিশুরোগ বিশেষজ্ঞ। ডিগ্রি হিসেবে উল্লেখ ছিল এমবিবিএস (ডিইউ), ডিসিএইচ (ডিইউ), সিসিডি (বারডেম), ডি-কার্ড (ডি,ইউ), এফসিপিএস (মেডিসিন) ইত্যাদি। এজন্য তার ভিজিট মূল্যও ছিল উচ্চহারের!
false doctor debnat
গতকাল বৃহষ্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট আটক করে তাকে। পরে এক বছরের কারাদণ্ডও দেন আদালত তাকে। অভিযোগ হলো, ভুয়া ডিগ্রি ও পদবি ব্যবহার করে সে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলো। গতকাল মেডিপ্লাস হেলথ কেয়ার ক্লিনিকে রোগী দেখার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত তার কাছে ডাক্তারের কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে জানা গেল তার শিক্ষাগত যোগ্যতাও তেমন নেই।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল জানান, এই প্রতারক ভুয়া ডিগ্রি ও পদবি ব্যবহার করে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। অথচ তার কোনো রকম চিকিৎসার সনদ নেই। অশিক্ষিতও সে। নাদুস নুদুস চেহারার আড়ালে সে মূলত প্রতারণামূলক চিকিৎসার নামে মানুষকে ঠকাতো। জিজ্ঞাসাবাদে জানা গেছে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ শহরে।

Similar Posts

error: Content is protected !!