লাখাইয়ে নিজ রাইফেলের গুলিতে আহত কনস্টেবল

lakhai police injured

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
লাখাইয়ে নিজের রাইফেলের গুলিতে আহত হয়েছেন আজিজুল ইসলাম নামে লাখাই থানার এক কনস্টেবল। গত বৃস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

গুরুত্বর আহত অবস্থায় আজিজুল ইসলামকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

lakhai police injured

বিভিন্ন সুত্রে জানা যায়, আব্দুল আজিজ এক বছর যাবত কনস্টেবল হিসাবে কর্তব্যরত আছেন লাখাই থানায়। আজিজকে থানার কম্পিউটারের সব কাজই করানো হত। পাশাপাশি তাকে নিয়মিত ডিউটিও পালন করতে হত। কম্পিউটারের পাশাপাশি তাকে নিয়মিত ডিউটি দেয়া হলে আজিজ অস্বীকৃতি জানালে এ নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মনোমালিন্য দেখা দেয়। বৃহস্পতিবার রাতে তাকে আবার ডিউটি দিলে আজিজ ক্ষুদ্ধ হয়ে নিজের অস্ত্র দিয়ে নিজের হাতে গুলি করেন বলে সূত্রে প্রকাশ হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয় বলে সূত্র জানায়।

Similar Posts

error: Content is protected !!