নামুজা ইউপিতে মহিলা সদস্য নিগার সুলতানার গণসংযোগ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
আসন্ন ৪ জুন বগুড়া সদরের ১১নং নামুজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নিগার সুলতানা সোমবার ৩১ মে বিকালে তার নির্বাচনী প্রতীক তালগাছ মার্কায় ভোট চেয়ে কর্মী-সমর্থকরা বামনপাড়া চারমাথা বাজার বন্দরে গণসংযোগ করেন। এলাকার উন্নয়নের জন্য সাবেক মহিলা সদস্য নিগার সুলতানাকে তালগাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। কর্মীরা ৩টি ওয়ার্ডেই মটরসাইকেল নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।

Similar Posts

error: Content is protected !!