কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
মাদরাসা পর্যায়ে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কটিয়াদী উপজেলার সহশ্রাম ছাইমুন্নেছা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুল খালেক। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি এবং পুরস্কার লাভ করেন।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। তিনি দীর্ঘদিন ধরে সহশ্রাম মাদরাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মাওলানা আবদুল খালেক কিশোরগঞ্জের হয়বতনগর আলীয়া মাদ্রাসা থেকে হাদীস ও ফিকাহ্ শাস্ত্রে কামিল পাস করেন। এছাড়াও তিনি ঢাকার সরকারি মাদরাসা-ই আলীয়া থেকে তাফসির বিষয়ে কামিল এবং কবি নজরুল সরকারি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১১ সালেও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। মাওলানা আবদুল খালেক এ সফলতার জন্য মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।