বিদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্সার মোহাম্মদ আলী

boxer mohammad ali

আমাদের নিকলী ডেস্ক ।।

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। হাসপাতালে যাওয়া-আসাটা পরিণত হয়েছিল নিয়মিত ব্যাপারেই। ৩২ বছর ধরে ভুগছিলেন পারকিনসন রোগে। শেষ পর্যন্ত আর পারলেন না। ৭৪ বছর বয়সে মারা গেছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী।

boxer mohammad ali

পেশাদার হেভিওয়েট বক্সিংয়ে তার অনন্য সব কীর্তি তাকে পরিণত করেছিল সর্বকালের অন্যতম সেরা বক্সিং তারকায়। তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন আলী ১৯৬০ সালে জিতেছিলেন অলিম্পিক সোনা। আলীর পারিবারিক মুখপাত্র জানিয়েছেন, পারকিনসন রোগ তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা বাড়িয়ে তুললে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৮১ সালে পেশাদার বক্সিং থেকে অবসর নেয়ার পর থেকেই পারকিনসন রোগে আক্রান্ত হন আলী। ২০১৫ সালের শুরুর দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মস্থান কেনটাকির লুইসভিলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মোহাম্মদ আলীর আগের নাম ছিল ক্যাসিয়াস ক্লে। এই নামেই তিনি বক্সার হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। পরবর্তীতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আলী।

boxer mohammad ali

১৯৬০ সালে রোম অলিম্পিকে লাইট হেভিওয়েট বিভাগে ক্যাসিয়াস ক্লে নামেই সোনা জেতেন আলী। ১৯৬৪ সালে সনি লিস্টনকে হারিয়ে প্রথমবারের মতো হেভিওয়েট বক্সিংয়ের বিশ্বসেরা হন তিনি। তিনিই প্রথম পেশাদার বক্সার, যিনি তিনবার বিশ্বসেরার খেতাব জিতেছিলেন। নিজের ৬১টি পেশাদার লড়াইয়ের ৫৬টিতেই জিতেছিলেন আলী। ৩৭টি লড়াইয়ে প্রতিপক্ষকে নক-আউট করেছিলেন সরাসরি। তার নিজের অবশ্য একবারও নক-আউট হওয়ার রেকর্ড নেই।

boxer mohammad ali
মেয়ে লায়লা আলীর সাথে

১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছিলেন। তাকে সে সময় বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দিয়ে সম্মানিত করা হয়েছিল।

Similar Posts

error: Content is protected !!