বাজিতপুরে ট্রাক উল্টে আহত ৩

bajitpur truck accident

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

বাজিতপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে একই পরিবারের ৩জন আহত হয়েছেন। গতকাল রাত ১০টার দিকে ভৈরব থেকে বাজিতপুর বাজারে আসার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
bajitpur truck accident
সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতরা হলেন, বাজিতপুর বাজার মেথরপট্টি এলাকায় বসবাসকারী কালাচাঁন, তার স্ত্রী আরতি ও তাদের কন্যা মিথিলা। পরে আহতদেরকে বাজিতপুর সদর উপজেলা কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!