নিকলীতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত

nikli union chairman oath

নিজস্ব প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রোববার ১২ জুন সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলার ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ এ শপথে অংশগ্রহণ করেন।
nikli union chairman oath
নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো: আজিমুদ্দিন বিশ্বাস ও সদস্যদের শপথবাক্য পাঠ করান নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কিশোরগঞ্জের উপ-পরিচালক জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইছহাক ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, নিকলী থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!