নিজস্ব প্রতিবেদক ।।
রুবায়েত আক্তার শিমুল পাঠদানে বিশেষ অবদান রাখায় নিকলী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ থেকে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। ২০০৪ সাল থেকে তিনি নিকলী শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকতার পেশা শুরু করেন। এর পর ২০১১ সাল থেকে অদ্যাবধি মজলিশপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় কর্মরত আছেন।
মেধাবী এই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি একজন সাংস্কৃতিক মনা ব্যক্তি। স্কুলজীবন থেকে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে জেলা এবং বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমীর শিল্পী হিসেবে একাধিকবার পুরস্কার লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য হয়ে তিনি সাংস্কৃতিক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। এ সময় ক্যাম্পাসের পরিচিত মুখ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সংগীতের আসর মাতিয়ে তুলতেন। একাধিকবার বিটিভির অনুষ্ঠানেও গান গেয়েছেন তিনি। লেখালেখিতেও দক্ষ হাত রয়েছে তার।
স্বরচিত কবিতা গান বিভিন্ন সাময়ীকিতে প্রকাশ পেয়েছে। ব্যক্তিগত জীবনে ২ ছেলে ১ মেয়ের মা। বড় ছেলে নাফিস ফুয়াদ অয়ন এবার এসএসসিতে এ প্লাস পেয়েছে। স্বামী মোহসীন মোল্লা, ব্যবসায়ী। শিক্ষকতা পেশায় অনুপ্রেরণা পেয়েছেন তার বাবা শিক্ষক আবদুল করিম ও মা কারার জমিলা খানমের কাছ থেকে। তার বাবা আবদুল করিমও নিকলী শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার সময় ১৯৯৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।