খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে থ্রিজি নেটওয়ার্ক চালু হলেও প্রত্যন্ত এলাকাগুলো ছিল থ্রিজি’র বাইরে। গ্রাহক চাহিদার প্রেক্ষিতে বুধবার ১৫ জুন দুপুরের পর থেকে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুরে মাথা উঁচু করে দণ্ডায়মান গ্রামীণ টাওয়ারের আওতাভুক্ত গ্রাহকগণ থ্রিজি নেটওয়ার্ক পেতে শুরু করেছেন।
কৃষ্ণপুর বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজ (আকির) জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের সিম রি-রেজিস্ট্রেশন কাজ করতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এখন থ্রিজি চালু হওয়াতে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করা যাবে। বিকাশ দাস জানান, আমি স্কুল কলেজের রেজিস্ট্রেশন, ফরম ফিলাপ, অনলাইন ভর্তিসহ আপলোড-ডাউনলোডের যাবতীয় কাজ করে থাকি। কাজ করতে নানা সমস্যা হয়েছে। আজকে দুপুরের পর থেকে গ্রামীণের থ্রিজি সেবা চালু হওয়াতে খুব দ্রুততার সাথে কাজ করতে পারছি এবং কাজ করে স্বস্তিবোধ করছি। পাশাপাশি থ্রিজি সেবা চালুর ব্যাপারে অন্যান্য আপারেটরদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় গ্রাহকরা।