বাজিতপুরে বিএনপির ইফতার মাহফিল

bajitpur bnp ifter

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
বাজিতপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ১ জুলাই শুক্রবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জুর বাসভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

bajitpur bnp ifter
বাজিতপুর বিএনপির ইফতার মাহফিল

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সালেহুজ্জামান খান রুনু। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মজিবুর রহমান মঞ্জুর বড় ছেলে মাহমুদুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন স্বনির্ভর দলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক ইন্দ্রজিত দাস, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুল ফজল হোসেন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমরুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল ইসলাম রোকন, উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোশারফ হোসেন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া মিছির, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এইচএম গিয়াস উদ্দীন, পৌর ছাত্রদল সভাপতি শাহরিয়ার রহমান শামীম প্রমুখ।

বক্তৃতায় নেতারা সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাসহ সরকারের জুলুম নির্যাতন বন্ধের দাবি জানান।

Similar Posts

error: Content is protected !!