সরকারি পলিটেকনিকে ১ম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ৫ জুলাই পর্যন্ত

tech edu board

আমাদের নিকলী ডেস্ক ।।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ২ জুলাই শনিবার থেকে শুরু হয়েছে ১ম অপেক্ষমাণ তালিকার ভর্তি কার্যক্রম। চলবে ৫ জুলাই পর্যন্ত।

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে দেশের মোট ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানের দুই শিফটে মেধাতালিকা থেকে ইতোমধ্যে ৪২ হাজার ৯৩৭ জন ভর্তি হয়েছে। গত ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ছিল ভর্তির শেষ সময়। বাসস

শনিবার ১৩ হাজার ১৬৪ জনের প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। এ অপেক্ষমান তালিকা থেকে আগামী ৫ জুলাই মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি হওয়া যাবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) এ সংক্রান্ত সার্বিক তথ্য পাওয়া যাচ্ছে।

এ বছর ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানের মোট শূন্য আসন সংখ্যা ৫৭ হাজার ৭৮০। ৫টি ধাপে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং ২য় অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে ১০ জুলাই।

Similar Posts

error: Content is protected !!