নিকলীতে ঈদের দিনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

qirat competition nikli

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী হিলফুল ফুজুল সমাজ কল্যাণের উদ্যোগে ঈদুল ফিতরের দিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারীদের নাম রেজিস্ট্রেশন করা হবে একই দিন সকাল ১০টা থেকে। প্রতিযোগিতা শুরু হবে বিকাল ৩টায়।

নিকলী পুকুরপাড় মাদরাসা প্রাঙ্গনে ছোট, মধ্যম ও বড়- এই তিনটি গ্রুপে বালক ও বালিকা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত।

অংশগ্রহণে ইচ্ছুকরা আয়োজকদের সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।

যোগাযোগের নম্বর : ০১৯১৪৯৮০৮৪১৯ (মাওলানা আবে কাওসার), ০১৯১৩ ৪৫১৬০২ (মাওলানা মাহবুবুল আলম), ০১৯২৪৩১৭৪৭৩ (হাজী মোঃ আরিফ হোসেন) ও ০১৬১৮৭২৬৭৭৪ (মোঃ শিহাব উদ্দিন)।

Similar Posts

error: Content is protected !!