নিজস্ব প্রতিবেদক ।।
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নিকলীতে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বুধবার বিকেলে নিকলী কেন্দ্রিয় মন্দির থেকে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শত শত নারী-পুরুষ ভক্ত মনোবাসনা কামনার্থে জগন্নাথ বলদেব সুভদ্রার রথ টেনে কলা-চিনি দিয়ে ভোগ দেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিকলী শাখার সভাপতি বাবু জীবন আচার্য্য, সাধারণ সম্পাদক বিপুল দেবনাথ; নিকলী সদর ইউনিয়ন শাখা সভাপতি সজল দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি সানি সূত্রধর, সাধারণ সম্পাদক খোকন সাহা, ডাঃ সঞ্জয় সাহা প্রমুখ।
বাবু খোকন সাহা জানান, আমরা ধারণা করতে পারিনি এই উৎসবে এত ভক্ত উপস্থিত হবেন। আমাদের এই রথ আগামি ১৪ জুলাই পর্যন্ত নিকলী সূত্রধর পাড়ায় মন্দিরে অবস্থান করবে এবং ১৪ জুলাই উল্টো রথ পুনরায় নিকলী সাহাপাড়া কেন্দ্রিয় মন্দিরে নিয়ে আসা হবে।
এই কয়েকদিন চলবে ধর্মসভা, বিশ্বশান্তির জন্য যজ্ঞ, কীর্তন সহ নানা আয়োজন। উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম জানান, উৎসব আনন্দমুখর পরিবেশে রথযাত্রার কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল সব ধরনের নিরাপত্তা।