মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে সেচ্ছায় রক্তদান সংগঠন রক্ত কণিকা-র উদ্বোধন ও নবনির্বাচিত চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই শুক্রবার বিকালে ইউনিয়নের নিলখী মো. ইসরাঈল মাস্টারের বাড়ি প্রাঙ্গনে রক্ত কণিকা পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। মো.ইসরাঈল ভূঁইয়ার সভাপতিত্বে জনসচেতনতা বৃদ্ধি ও সদস্য সংগ্রহ করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, মানবাধিকার কর্মী আর. এইচ মিজান, ওয়ার্ড মেম্বার মো. জিয়াউর রহমান, সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ শিল্পী আক্তার, ছাত্রলীগ সভাপতি মুখলেছুর রহমান, রক্ত কণিকা-র সভাপতি আব্দুল আল মামুন, টিউলিপ স্কুলের প্রতিষ্ঠাতা সারোয়ার আলম, নিলখী একতা সংঘের সভাপতি ফয়েজ উদ্দিন প্রমুখ।
এ সময় রক্ত কণিকা-র সকল নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্ত কণিকার সাধারণ সম্পাদক আলী নূর ইসলাম ও অর্থ সম্পাদক উমর ফারুক।
পরে রক্ত কণিকা পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানের হাতে সংবর্ধনা ক্রেস্ট প্রদানের মাধ্যমে “একের রক্তে অন্যের জীবন, রক্তেই হোক রক্তের বন্ধন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি।