হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হোসেনপুর ডিগ্রী কলেজ সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রী দৈয়দ আশরাফুল ইসলামকে অভিন্দন জানিয়ে এক আনন্দ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দরা।
এ উপলক্ষে সোমবার ১১ জুলাই সকালে হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে একটি মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়।
কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান মানিক, অধ্যাপক এ বি এম সিদ্দিক চঞ্চল, প্রভাষক মোস্তাফিজুর মহমান মোবারিছ, আব্দুস সালাম, নুরুল হক, নাহিদ সুলতালা স্বর্ণা, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। ভালো ফলাফল করে কলেজটি ইতোপূর্বে অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ৩০ জুন কলেজটি সরকারিকরণে মন্ত্রিপরিষদে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারিকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এরই প্রেক্ষিতে কলেজ খোলার পরপরই শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও সংশ্লিষ্টরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে অভিনন্দন জানান।