নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হয়ে গেলো শত বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের উল্টো রথযাত্রা। নয় দিন শ্বশুরালয়ে অবস্থান করার পর বৃহস্পতিবার ১৪ জুলাই মাধববিগ্রহসহ নিজ গৃহে প্রবেশ করেন যশোমাধব।
সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-ফুর্তি করে ধুমধামের সাথে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠান শুরু করেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে উপজেলা প্রশাসন এবং পূজা উদযাপন পরিষদ।
যশোমাধবের কথিত শ্বশুরালয় সূত্রধর পাড়া থেকে উল্টো সাহাপাড়ায় রথযাত্রা শুরু করেন। উল্টো রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সদস্যরা। এ উপলক্ষে মেলায় বিভিন্ন ধরনের স্টল বসেছে। মাটির আসবাপত্র, চুড়ির দোকান, শিশুদের খেলনার দোকান, মৌসুমী ফলের সমাহার, মিষ্টি দ্রব্যের মধ্যে জিলাপি ও কাঁসা-পিতলের তৈজসপত্র, রান্নার কাজে ব্যবহৃত নিত্যদিনের প্রয়োজনীয় লৌহজাতের বিভিন্ন ধরনের তৈজস ও সিলভারের হাড়ি-পাতিলের দোকান, চটপটি ফুসকাসহ বিভিন্ন পণ্যের স্টল শোভা পেয়েছে মেলা প্রাঙ্গণে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের, নিকলী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু খোকন সাহা জানান, বিকেল সাড়ে ৫টায় উল্টো রথযাত্রার শুভ সূচনা করা হয়। সিনিয়র সহ-সভাপতি সানি সূত্রধর জানান, নয় দিন শ্বশুরালয়ে অবস্থান করার পর বৃহস্পতিবার মাধববিগ্রহসহ নিজ গৃহে প্রবেশ করেন যশোমাধব। গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে যশোমাধব তার বিগ্রহদের নিয়ে রথে চড়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন।
নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী জানান, উল্টো রথযাত্রায় আগত দর্শনার্থীদের নিরাপদ গমনাগমনের জন্য পৌনে চার শ’ পুলিশ বিভিন্ন অলিগলিতে মোতায়েন করা হয়।