নিজস্ব প্রতিনিধি ।।
দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি রাইফেল উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ। শনিবার ১৬ জুলাই দুপুরে উপজেলার দামপাড়া শ্মশ্মান থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, সারা দেশের মতো নিকলীতেও পুলিশের বিশেষ অভিযান চলমান।
উপজেলার দামপাড়া ইউনিয়নের শ্মশ্মানখোলা সংলগ্ন জমিতে একটি রাইফেল রয়েছে বলে গোপন সংবাদ পায় পুলিশ। সাথে সাথে নিকলী থানার ওসি মুঈদ চেীধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি মুঈদ চৌধুরী জানান, রাইফেলটি দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত ব্যবহার উপযোগী। থানায় ডায়রি করা হয়েছে। রাইফেলটি কে বা কারা কি উদ্দেশ্যে ফেলে রেখেছে সে ব্যাপারে তদন্ত চলছে।