লাখাইয়ে ফলদ বৃক্ষ মেলা ও মৎস্য সপ্তাহ ২০১৬ উদ্বোধন

lakhai pona obomukto

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

লাখাই উপজেলা কৃষি বিভাগের আয়োজনে “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশি ফল বেশি খান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফলদ বৃক্ষমেলা ও “জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০ জুলাই বুধবার দুপুরে উদ্বোধন করেন হবিগঞ্জ লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ এডভোকেট আবু জাহির এমপি।

উদ্বোধনী পরবর্তী সময় উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্যের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ এডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এডভোকেট মুশফিউল আলম আজাদ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন গোপেন্দ্র চন্দ্র দাস। আলোচনা শেষে সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার প্রদান ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের মাঝে ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি।

lakhai pona obomukto

এছাড়াও প্রধান অতিথি লাখাই থানা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন এবং উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে নির্মিত শান্তির নীড়, প্রশাসনিক ভবনের সামনে পুষ্প উদ্যানের উদ্বোধন করেন এবং কৃষি মেলার স্টল পরিদর্শন করে একটি র‌্যালিতে অংশগ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!