হাইব্রিড-২ (নৌকা)

two step boat

হাইব্রিড-২ (নৌকা)
আবুল মনসুর খান
নদী নালা খাল বিল আগের মত নেই
স্রোতস্বিনী নদী এখন হারিয়েছে খেই
মাঝি বাইতো ছ’য়া নৌকা নাইওরি আসতো তাতে
সেই নৌকায় পাল লাগাতো দ্রুত চলে যাতে।

আজ আর পালের নৌকা যায় না তো দেখা
সব নৌকাতেই মেশিন আছে দ্রুত ঘুরে পাখা
নাও’য়ের মাঝির দাড়ের টান আজো মনে পড়ে
কি অপরূপ পালের নৌকা দেখে নয়ন কাড়ে।

মেশিন লাগিয়ে নৌকাতে দ্রুত চলে যায়
এই নৌকাকে হাইব্রিড নৌকা জনগণে শুধায়
যুগের সাথে তাল মিলায় হাইব্রিড নৌকা
এপাশ থেকে ওপাশ প্রয়োজনে ঘুরে মৌকা।

সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে সব
নদীমাতৃক দেশেও হাইব্রিড উৎসব
যেখানে যেতে সময় লাগতো চার ঘণ্টা
হাইব্রিডের কল্যাণে লাগে দুই ঘণ্টা।

মানুষ ছিল আজো আছে প্রত্যন্ত অঞ্চলে
কুপি বাতির বদলে আজ বিদ্যুত জ্বলে
সবখানেতে রয়েছে আজ আধুনিকতা
দিন পাল্টায়, পাল্টায় প্রয়োজনীয়তা।

Similar Posts

error: Content is protected !!