মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই আগস্ট রোববার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন মোল্লা, বাজিতপুর উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুরুল হক, ইজাজ আহম্মেদ, সরারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির মাস্টার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন, ছাত্রনেতা আব্দুল মালেক, সাইদুর রহমান, বাজিতপুর কলেজের সাবেক ভিপি এরশাদুল ইসলাম স্বপন প্রমুখ।
এ সময় সরারচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকলকে এগিয়ে আসতেও ঐক্য গড়ে তুলতে আহবান জানান।