নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৪ আগষ্ট সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা করেন প্রধান অতিথি কিশোরগন্জ জেলা প্রশাসক (ডিসি) আজিম উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার প্রমুখ।
সম্মেলনে উপজেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, আলেম-উলামাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা জঙ্গিবাদ মোকাবেলা ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।