কুলিয়ারচরে ইমাম খুন! বস্তাবন্দী লাশ ও মোটরসাইকেল উদ্ধার

kuliarchar bastabondi lash

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের এক ইমাম খুনের ঘটনা ঘটেছে। সোমবার ১৫ আগস্ট ভোরে উপজেলার উছমানপুর ইউনিয়রের কোনাপাড়া গ্রামের বিলপাড়া থেকে হাফেজ মোঃ মিজানুর রহমান খোকন (৩০) নামের পাঞ্জেগানা মসজিদের এক ইমামের লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ।

জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের হাফেজ মোঃ মিজানুর রহমান ৫ বছর যাবৎ কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের নূরচাঁন মেম্বারের বাড়িসংলগ্ন ছাবেদ আলী ভূঁইয়ার বাড়ির সামনে এক পাঞ্জেগানা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রাতে ঘুমান ওই মসজিদের বারান্দায়। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে কোনাপাড়া বিলপাড় দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি একটি বস্তা মাথায় নিয়ে জমির মধ্য দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে চোর চোর বলে চিৎকার করতে থাকলে ওই ব্যক্তি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। অপর অজ্ঞাত ১ ব্যক্তি স্থানীয় আমিনুলের বাড়ির পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় লোকজন তাকেও ধাওয়া দিলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
kuliarchar bastabondi lash
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ কোনাপাড়া বিলপাড় থেকে ইমাম মোঃ মিজানুর রহমানের হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মিজানুর রহমানের গলায়, হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় থানা পুলিশ দুর্বৃত্তদের ফেলে যাওয়া নাম্বারবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।

এ ব্যাপারে উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম ক্বারী বলেন, উছমানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ স্বপন মিয়া অপর একজনকে সাথে নিয়ে শোক দিবসের কাঙ্গালীভোজের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কোনাপাড়া বিলপাড় দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে যেতে দেখে চোর সন্দেহে ডাক-চিৎকার দিলে ওই ব্যক্তি বস্তা ফেলে দৌড়ে চলে যায়। এ সময় অপর এক অজ্ঞাত ব্যক্তি ওই এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় বস্তার মুখ খুলে ওই ইমামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মিজানুজ্জামান ইমাম খুনের ঘটনার কথা স্বীকার করে বলেন, ওই লাশের শরীরে বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

ছবি : এনটিভি অনলাইন

Similar Posts

error: Content is protected !!