বিশেষ প্রতিবেদক ।।
বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ নিকলী উপজেলা শাখার উদ্যোগে বুধবার ১৭ আগস্ট সকাল ১১টায় ঘণ্টাব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিকলী মুক্তিযোদ্ধা কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত বিস্তৃত মানববন্ধনে উপজেলার ১৭টি কিন্ডার গার্টেনের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।
এ সময় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনটির উপজেলা সভাপতি কারার সাইফুল ইসলাম উপস্থিত থেকে মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করেন।