কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহলে সুন্নাত সভাপতি সদরুল আমিনের মৃত্যু

ahle-sunnat-president

নিজস্ব প্রতিনিধি ।।

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সভাপতি ও ত্বরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সদরুল আমিন রিজভী (৮৫) মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন।

১৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানা এলাকার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে মাওলানা রিজভীকে বহনকারী মাইক্রোবাসের সাথে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ahle-sunnat-president

এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরো ৭ জন। আহতরা হলেন আবু বকর জীবন (৫০), বোরহান উদ্দিন (৪৫), রকিবুল ইসলাম (১৮), গোলাম মোস্তফা (৪৫), রবিউল (২৫), বিল্লাল (৩৫) ও কামাল উদ্দিন (২৫)। আহত সবাই রিজভীর অনুসারি। তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ডাক্তার।

পুলিশ জানায়, নিহত মাওলানা রিজভী নেত্রকোনা জেলা সদরের সতেরশ্রী এলাকার বাসিন্দা এবং সতেরশ্রী দরবার শরীফের গদিনশীন পীর। মাইক্রোবাসে করে তিনি নেত্রকোনা থেকে তার মুরিদদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাহফিলে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিহতের লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার ভক্ত অনুসারিরা ভীড় জমান। এ সময় ভক্তদের আহাজারি করতেও দেখা যায়। পরে তার লাশ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Similar Posts

error: Content is protected !!