নিকলীতে নিরাপদ পানি ক্যাম্পেইন ও পানির গুণগত মান পরীক্ষা

plan bd water putiry check

নিজস্ব প্রতিবেদক ।।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউনিয়ন পরিষদসমূহের উদ্যোগে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোদার পুড্ডা গ্রামে ১৮ আগস্ট বৃহস্পতিবার নিরাপদ পানি ক্যাম্পেইন ও পানির গুণগত মান তথা আর্সেনিক ও ব্যাকটেরিয়া পরীক্ষা করা হয়।

প্ল্যান-এর সহায়তায় স্থাপিত গভীর নলকূপসমূহের কেয়ারটেকার, পানি ব্যবহারকারী জনসাধারণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের ওয়াশ ফেসিলিটেটর এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন স্পেশালিস্ট মোঃ আবু হানিফ ও ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসাইন এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
plan bd water putiry check
নলকূপের গোড়া পাকা করা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখা, পানির পাত্র যথাযথভাবে পরিষ্কার করে পানি সংরক্ষণ করা, পানির পাত্র সর্বদা ঢেকে রাখা, শুকনো জায়গায় রাখা এবং ব্যবহার করার সময় নিরাপদভাবে পান করার ওপর ক্যাম্পেইনে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।

ক্যাম্পেইনে আলোচনা করা হয় যে, “পানির অপর নাম জীবন” আবার পানির অপর নাম মরণও হতে পারে। যদি আমরা সে পানির যথাযথ নিরাপত্তা বিধান না করি। তাই যে পানি আমাদের জীবন বাঁচায় সে পানিকে নিরাপদ রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে।

Similar Posts

error: Content is protected !!