অষ্টগ্রামে স্কুলের ভেতর সহপাঠীর ছুরিকাঘাতে দুই ছাত্র আহত

churikaghat

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

অষ্টগ্রামে স্কুলের ভেতর সহপাঠীর ছুরিকাঘাতে দুই ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। উপজেলার দেওঘর ইউনিয়নের হক সাহেব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সাইদুজ্জামান ও চঞ্চল মিয়াকে বুধবার ২৪ আগস্ট সহপাঠী শামীম ও পাভেল ছুরিকাঘাত করলে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, দেওঘর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে চঞ্চল ও শাহেদ মিয়ার ছেলে সাইদুজ্জামানের সাথে গত মঙ্গলবার আলী নগরের এনামুল হকের ছেলে সহপাঠী শামীম মিয়া ও দেওঘরের কবির মিয়ার ছেলে পাভেলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সকালে ক্লাস শুরুর পূর্ব মুহূর্তে শামীম ও পাভেল স্কুলের ভেতরেই সাইদুজ্জামান ও চঞ্চলের ওপর ছুরি নিয়ে হামলা চালায়।

এসময় দু’জনই মারাত্মক আহত হলে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে প্রশ্ন করলে তিনি জানান, ম্যানেজিং কমিটির সভাপতি এলাকার বাইরে থাকায় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারিনি। সভাপতি এলে জরুরি ভিত্তিতে সভা ডেকে সিদ্ধান্ত নেয়া হবে।

অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, ঘটনা শুনে হাসপাতালে আহতদের দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!