কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

bangabondhu biography

কিশোরগঞ্জ সংকাদদাতা ।।

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ করা হয়েছে। ‘ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এমডিপি’ নামে একটি বেসরকারি সংস্থা এই গ্রন্থ বিতরণ করে। মঙ্গলবার ২৩ আগস্ট দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে শহরের ১০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীর হাতে ২০০ গ্রন্থ তুলে দেয়া হয়।
bangabondhu biography
বই বিতরণের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা চেম্বারের সাবেক সভাপতি বাদল রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু, এমডিপি’র নির্বাহী পরিচালক স্বপন কুমার রায় ও কবি বাঁধন রায়।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দুই দশকেরও বেশি সময় ধরে ইতিহাস বিকৃত করা হয়েছে। বঙ্গবন্ধুর এই আত্মজীবনী গ্রন্থটি আজকের প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে। বক্তারা ছাত্রী-ছাত্রীদের প্রতি বইটি ভালভাবে নিজেরা পড়ে যেন অন্যদেরও পড়তে দেন, সেই আহবান জানান।

Similar Posts

error: Content is protected !!