নিজস্ব প্রতিবেদক ।।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার ২৫ আগস্ট কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। হাজারো ভক্তের অংশগ্রহণে সাহাপাড়া হরিসভার কেন্দ্রীয় মন্দির থেকে শোভাযাত্রাটি নিকলীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় হয়ে ষাইটধার আটরাপমুর “শ্রী শ্রী চন্দ্রনাথ গোস্বামীর আখরায়” এসে যাত্রাবিরতি করে। এসময় রাস্তার দুধারে অসংখ্য মানুষ তা উপভোগ করেন।
হিন্দু নারীরা উলুধ্বনি দিয়ে মিছিলকে স্বাগত জানান। ঢোল-ঢক্কর বাদ্যি বাজনা নিয়ে উৎসবমুখর মিছিলে অনেকেই শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবদেবি সেজে এসেছিল।
আবারও আটরাপমুর আখরা থেকে নিকলীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহাপাড়া হরিসভা কেন্দ্রীয় মন্দিরে এসে শোভাযাত্রার শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিপুল দেবনাথ, নিকলী সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সজল দেবনাথ, সহ-সভাপতি সানি সূত্রধর ও সাধারণ সম্পাদক বাবু খোকন সাহা, ডাঃ সঞ্জয় সাহা প্রমুখ।