প্রীতি ম্যাচে ষাইটধার একাদশ ৩-০ গোলে জয়ী

winner shaitdhar ekadosh

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলার জারুইতলার ফুটবলপ্রেমিদের উদ্যোগে ৭ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো এক প্রীতি ফুটবল ম্যাচ। অংশগ্রহণকারী দুই দল হলো ষাইটধার একাদশ ও জারুইতলা ফুটবল একাদশ।

জারুইতলা ইউনিয়নের কামালপুর মাঠে বিকাল ৪টায় অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল ষাইটধার ফুটবল একাদশ। ৩-০ গোলের বড় ব্যবধানে তারা জারুইতলা একাদশকে হারিয়ে জয়ের এই সম্মান অর্জন করে।

winner shaitdhar ekadosh
বিজয়ী দল ষাইটধার একাদশ

বিজয়ী দল ষাইটধারের পক্ষে একটি করে গোল করেন এনামুল ও শ্যামল। খেলার অপর গোলটি আসে সরাসরি থ্রো থেকে। পক্ষান্তরে আয়োজক জারুইতলা একাদশের পক্ষে কেউ গোলের দেখা পায়নি।

দুই দলের পক্ষে দর্শক-সমর্থকদের কমতি ছিলো না মাঠে। কিন্তু শেষ হাসি দেখা দেয় আমন্ত্রিত দল ষাইটধার একাদশের খেলোয়াড় ও দর্শক-সমর্থকদের মুখেই। খেলা শেষে তারা আনন্দ মিছিলসহ মাঠ ছাড়ে।

Similar Posts

error: Content is protected !!