কিশোরগঞ্জে সাক্ষরতা দিবস উদযাপিত

sakkorota rally kishoreganj

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর জেলা শিল্পকলা মিলনায়তনে ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা হয়।

আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায়, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক আব্দুল মালেক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল আমিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, নারী নেত্রী বিলকিছ বেগম ও জেলা ব্র্যাক কর্মকর্তা বজলুর রশিদ।

sakkorota rally kishoreganj

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহানা আলী। শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!