বাজিতপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

sakkhorota baitpur

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

‘অতীতকে জানব, আগামীকে গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসের শুরুতে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বাজিতপুর উপজেলা পরিষদ (নান্দিনা) থেকে উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসানের নেতৃত্বে বিশাল এক র‌্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
sakkhorota-baitpur2
বিশাল এ র‌্যালিটিতে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করে বাজিতপুর উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমণ্ডলীরা। র‌্যালি শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসান, মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালমা আক্তার, প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ।

sakkhorota baitpur

Similar Posts

error: Content is protected !!