মোশাররফের চমকে গর্বিত বাজিতপুরবাসী

musharaf rubel

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

মোশারফ হোসেন রুবেল এক ক্রিকেটারের নাম। বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পৌরশহরের পূর্ব চন্দ্রগ্রাম গ্রামে। ৩৫ বছর বয়সের নাটকীয় ক্রিকেটীয় জীবনে যার ডাক পাওয়া দীর্ঘ আট বছর পর জাতীয় দলে।

সর্বশেষ জাতীয় দলের হয়ে লাল সবুজ জার্সিতে খেলেছিলেন তিনটি ওয়ানডে ম্যাচ ২০০৮ সালের মার্চে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এক ম্যাচে ২৬ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। এটাই ছিল জাতীয় দলের হয়ে তার তিন ম্যাচের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। পরে জাতীয় দল থেকে দীর্ঘ সময় নিষিদ্ধ হন ভারতের আইসিএল খেলতে যাওয়ায়। আবারও ডাক পাবেন দীর্ঘ আট বছর পর, জাতীয় দলের হয়ে এ বোলিং ফিগার টপকে আরও ভালো কিছু করবেন সেটা স্বপ্নেও ভাবেননি।

কিন্তু স্বপ্নে যেটা ভাবতে পারেননি, বাস্তবে ধরা দিল সেটা। জাতীয় দলে মানসম্পন্ন স্পিনারের অভাবীয় সময়ে দারুণ এক সুযোগ এসে গেল তার দেশের সেরা এগারোর তালিকায় জায়গা করে নেয়ার।

musharaf rubel

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ না পেলেও তাইজুলের ব্যর্থতায় শনিবার শেষ ম্যাচে সুযোগ করে নেন রুবেল। আর সে সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন এই লেগ স্পিনার।

দলের হয়ে ব্যাট হাতে ১৪ বলে ৪ রান করলেও পুষিয়ে দিলেন বোলিংয়ে। দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে এসে প্রথম ওভারে দিলেন ৬। দ্বিতীয় ওভারে বেশ টাইট বল করে মাত্র ৩। তবে নিজের ৩ নম্বর ওভারটা স্বপ্নের মতো করলেন রুবেল। মাত্র ২ রান দিয়ে ওভারের শেষ চারে তুলে নিলেন ২ উইকেট। পরের ওভারে উইকেট না পেলেও রান খরচ করেন ২টি। পুরো খেলা জুড়ে ব্যক্তিগত ৮ ওভার বল করে ২৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এর সাথে একটি মেডেন।

৩৫ বছর বয়সে এসেও দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের আস্থার সঠিক প্রতিদান বেশ ভালো করেই দিলেন বাজিতপুরের এ কৃতি সন্তান।

এদিকে যদিও শনিবার খেলাটা ছিল বাংলাদেশ বনাম আফগানিস্তানের তবে বাজিতপুর ও কিশোরগঞ্জ জুড়ে চলছিল মোশারফ কি করে তা দেখার খেলা। একদিন আগে থেকেই মোশারফ হোসেন রুবেলের খেলা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক জুড়ে চলছিল বাজিতপুর ও কিশোরগঞ্জের ক্রিকেট ভক্তদের রুবেলকে নিয়ে নানান পোস্ট আর কমেন্ট। এ জনগোষ্ঠী পোস্ট আর কমেন্টের মাধ্যমে প্রকাশ করে এলাকার ছেলেকে নিয়ে তাদের মনোভাব। সাথে মোশারফ হোসেন রুবেলকে জাতীয় দলের এগারো সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েও নানা লেখালেখি।

এছাড়াও আশাবাদ রাখেন আগামী দিনগুলোতে সাকিব-তামিমদের সাথে বোলিং ফিগার ধরে রেখে নিয়মিত জাতীয় দলের সাথে খেলবে বাড়ির ছেলে এ মোশারফ হোসেন রুবেল।

Similar Posts

error: Content is protected !!