বিশেষ প্রতিনিধি ।।
বৃহস্পতিবার ৬ অক্টোবর বিকালে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে জনতার হাতে আটকের পর প্রেমিক এখন শ্রীঘরে। নিকলীতে আটক প্রেমিক সাদ্দাম হোসেন (২৫) উপজেলা সদরের সোয়াইজনী নদীর ইজারাদার ও জাফরাবাদ গ্রামের আবদুল হাসিম ম্যানেজারের ছেলে।
এলাকাবাসী ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইজারাদার সাদ্দাম হোসেনের সাথে তার ইজারা নেয়া সোয়াইজনী নদী তীরবর্তী গোবিন্দপুর গ্রামের এক কৃষক কন্যার সাথে প্রেমের সম্পর্ক হয়। মন দেয়া-নেয়ার সুবাদে বিয়ের প্রলোভনে সাদ্দাম তার প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বেশ কিছু দিন যাবৎ সাদ্দাম হোসেন প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। পারিবারিক ভাবে অন্যত্র বিয়ের পাত্রী দেখেন।
সাদ্দামের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই প্রেমিকা সাদ্দামকে তার সাথে শেষ দেখা করতে খবর দেন। বৃহস্পতিবার বিকালে প্রেমিক সাদ্দাম উপজেলার টি এন্ড টি পাড়ায় প্রেমিকার খালার বাড়িতে দেখা করতে যান। এ সময় এলাকার লোকজন প্রেমিক যুগলকে একই ঘরে আটক করে। খবর পেয়ে নিকলী থানা পুলিশ প্রেমিক সাদ্দামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে প্রেমিকা থানায় উপস্থিত হন।
নিকলী থানার ওসি মো. মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে প্রেমিক যুগলের পরিবার সূত্রে উভয়পক্ষই অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ বিষয়ক কোন অভিযোগ দাখিল হয়নি।