নিজস্ব প্রতিবেদক ।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জারুইতলা ইউনিয়নের রসুলপুর গ্রামের শিল্পপতি মোহাম্মদ মাসুদ মিয়ার উদ্যোগে দরিদ্র হিন্দুদের মাঝে ২ শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার ৮ অক্টোবর বিকেলে নিকলী সাহাপাড়ায় কিশোরগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস সাহা অপু উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা প্রেসকাবের সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যবসায়ী জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।