বিশেষ প্রতিনিধি ।।
এবারের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নিকলী উপজেলার ১৭টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নিকলী উপজেলার হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ দলে দলে মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন। উপজেলার প্রায় সব রাস্তায় চোখে পড়ে বাহারী রঙের পোশাকে সেজে দেবী দর্শনার্থীদের আনাগোনা। দিন রাতে একই দৃশ্য।
সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা হিসেবে মুসলিম ঘরানার যুবক-যুবতীদের দেখা যায় মণ্ডপে মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সাথে। একে অপরের পাশে বাড়িয়ে দিচ্ছে সহযোগিতার হাত।
মূলত হিন্দু ধর্মের প্রধান উৎসব হলেও এ উপজেলার সকল ধর্মাবলম্বীদের মানুষদেরও রয়েছে ব্যাপক আনাগোনা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিকলী শাখার সাধারণ সম্পাদক বিপুল দেবনাথ জানান, গত বছর এ উপজেলায় ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিলো। এবার ১টি বেড়ে ১৭টি হচ্ছে।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনার ইতিহাস এ উপজেলায় নেই। হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ নিকলীবাসী। এরপরও নিকলী থানা, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার এখানকার সব কয়টি মণ্ডপে।