মো. আরিফুল ইসলাম, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।
“দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসের শুরুতে ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে বাজিতপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান মো. সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসানের নেতৃত্বে দুর্যোগ প্রশমন দিবসের র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খাঁন সোহাগ, সহকারী কমিশনার ভূমি মো. কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাজেদুল হক সজিব প্রমুখ।
বক্তারা দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।