বাজিতপুরে বাংলা কবিতা দিবস পালিত

kabita utsab bajitpur

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাংলা কবিতা দিবস পালিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার প্রতিবারের মত এ বছরও বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিচর্চা কেন্দ্রের উদ্যোগে বিশ্ব বাংলা কবি ও কবিতানুরাগীদের অংশগ্রহণে জাতীয় এ কবিতা উৎসবের আয়োজন করা হয় উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের সাপলেঞ্জার আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ে।

জাতীয় এ বাংলা কবিতা দিবস উপলক্ষে সাপলেঞ্জা মুখরিত ছিল দেশি বিদেশী কবি ও কবিতাপ্রেমীদের পদচারণায়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা, বইমেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও কমরেড আলাউদ্দিন আহমেদ স্মৃতি পুরস্কার ও অন্যান্য সম্মাননা প্রদান করা হয়।

ধমনি সাহিত্য পত্রিকার সম্পাদক ও স্থানীয় আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক আব্দুল মান্নান স্বপনের আয়োজনে বাংলা কবিতা দিবসে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের সাপলেঞ্জায় আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতের আধুনিক কবি ও কথা সাহিত্যিক আবদুস শুকুর খাঁন, অজিত বাইরি, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কবি সাযযাদ কাদির, কবি শিবলী মোক্তাধীর, কবি আবদুল আলিম, কবি আনোয়ার হোসেনসহ জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

Similar Posts

error: Content is protected !!