মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাংলা কবিতা দিবস পালিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার প্রতিবারের মত এ বছরও বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিচর্চা কেন্দ্রের উদ্যোগে বিশ্ব বাংলা কবি ও কবিতানুরাগীদের অংশগ্রহণে জাতীয় এ কবিতা উৎসবের আয়োজন করা হয় উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের সাপলেঞ্জার আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ে।
জাতীয় এ বাংলা কবিতা দিবস উপলক্ষে সাপলেঞ্জা মুখরিত ছিল দেশি বিদেশী কবি ও কবিতাপ্রেমীদের পদচারণায়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা, বইমেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও কমরেড আলাউদ্দিন আহমেদ স্মৃতি পুরস্কার ও অন্যান্য সম্মাননা প্রদান করা হয়।
ধমনি সাহিত্য পত্রিকার সম্পাদক ও স্থানীয় আবদুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক আব্দুল মান্নান স্বপনের আয়োজনে বাংলা কবিতা দিবসে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের সাপলেঞ্জায় আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতের আধুনিক কবি ও কথা সাহিত্যিক আবদুস শুকুর খাঁন, অজিত বাইরি, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কবি সাযযাদ কাদির, কবি শিবলী মোক্তাধীর, কবি আবদুল আলিম, কবি আনোয়ার হোসেনসহ জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।