মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রের মাঝে দশ টাকা কেজি দরে চাউল বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বিকাল ৩টায় বাজিতপুর বাজারস্থ এ. বি. সিদ্দিক টাওয়ারের চতুর্থ তলায় খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।
এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।