স্কুলশিক্ষিকা মৌ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্মারকলিপি

mou saroklipi

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের স্কুলশিক্ষিকা আতিয়া জাহান মৌ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে নিহত মৌ-এর পরিবারের লোকজন।

মঙ্গলবার দুপুরে শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসক মো: আজিমুদ্দিন বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দেন মৌ-এর খালাতো বোন কলেজছাত্রী সামিরা আফরিন। এ সময় সামিরার মা (মৌ-এর খালা) মমতাজ আরাসহ পরিবারের অন্য লোকজন উপস্থিত ছিলেন।

mou saroklipi

এর আগে মানববন্ধনে বক্তৃতা করেন, গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, আরিফাত জান্নত ইভা, রিয়ান আহমদ জয়, সামিয়া তাহমিন মুন, মোমতাজ হোসেন নাফি, জাকারিয়া মাহমুদ ঝুমন, আকিব হৃদয় প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ নভেম্বর রাতে স্কুলশিক্ষিকা আতিয়া জাহান মৌ জেলা শহরের বত্রিশ এলাকায় নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাত খুন হন।

Similar Posts

error: Content is protected !!