মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে কার্তিকের শেষের দিকে চার দিনের অনাকাঙ্ক্ষিত হালকা ও মাঝারি বৃষ্টির ফলে ইটভাটায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় নাডার প্রভাবে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে উপজেলার সব কয়টি ইটভাটায় ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা অনুমান করা হচ্ছে। কার্তিকের শেষের দিকে এমন ভারি বর্ষণ হবে, এটা হয়ত অনেকেরই মাথায় আসেনি। ফলে এর জন্য বড় ধরনেরই খেসারত দিতে হয়েছে ইট ব্যবসায়ীদের।
বাজিতপুরের বেশ কয়েকটি ইট ভাটা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ইট ভাটায় প্রথম দফায় ইট তৈরি করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাটা মালিকরা কাঁচা ইট তৈরি করে রোদে শুকিয়ে তা পুড়িয়ে পাকা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু চার দিনের বৃষ্টির কারণে পানিতে ভিজে সদ্য তৈরি কাঁচা ইট ভেঙে নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে। এতে ইট ভাটা মালিকের প্রায় লাখ কাঁচা ইট ধ্বংস হয়ে গেছে।
এসময় ইট ভাটার কয়েকজন মালিকদের সাথে কথা হলে তারা জানান, চার দিনের বৃষ্টিতে কাঁচা ইটের ভীষণ ক্ষতি হয়েছে। সে ক্ষতি এই মৌসুমে পুষিয়ে নেয়া সম্ভব নয় বলে তারা জানান।