বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান অলিম্পিয়া গ্রুপ। আর তারই অঙ্গ প্রতিষ্ঠান অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড। এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০১৫ সালের নভেম্বর মাসে। অল্প সময়ের মধ্যে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ১২ নভেম্বর শনিবার অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড ১ম বর্ষ উদযাপন করলো। প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত অলিম্পিয়া প্যালেস রেস্টুরেন্টে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ জামিলউদ্দিন ও ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাকিল উদ্দিন কেক কেটে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এসইভিপি এবং স্পেশাল এসেট ম্যানেজম্যান্ট বিভাগের প্রধান খোরশেদ আলম, অলিম্পিয়া গ্রুপের চেয়ারম্যান জামিল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ইয়াসির রেজা চৌধূরী সহ আরো অনেকে।
আলোচনা শেষে কর্মকর্তা-কর্মচারী, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পলি সায়ন্তনী, অলিম্পিয়া গ্রুপের চেয়ারম্যান জামিল উদ্দিন, শিল্পী দিদারুল ইসলাম এবং নিবির। অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজম্যান্টের দায়িত্বে ছিলো ধানশালিক মিডিয়া। বিজ্ঞপ্তি