মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
শনিবার ১২ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক মহাস্থান শাখার আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ূব আলী প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্প উদ্বোধন করেন। এ উপলক্ষে আলোচনা সভা ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মোঃ ফেরদাউস জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শহিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. মোঃ লিয়াকত আলী, ইন্ডিপেনডেন্ট জেনারেল হাসপাতালের পরিচালক আশরাফুল মান্নান সামাউন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, আব্দুল হান্নান, চক্ষু বিশেষজ্ঞ লায়ন্স দিনাজপুর হাসপাতালের ডা. মোঃ আজিজুর রহমান, আব্দুল হান্নান।
অনুষ্ঠানে ২৫০ জন পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য ও তাদের পরিবারবর্গের সদস্যদের মধ্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা, ব্লাড গ্রুপিং ও অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।