নিকলীতে লাথির আঘাতে বৃদ্ধ খুন

briddho khun

বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে প্রতিপক্ষের লাথির আঘাতে কাশেম আলী (৭০) নামে এক বৃদ্ধ খুনের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ছাতিরচর ইউনিয়নের দক্ষিণহাটি মির্জালীপাড়া গ্রামের মৃত মোম আলীর ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে নিহতের ছেলে মো. হিরা মিয়া বাদী হয়ে মঙ্গলবার ২২ নভেম্বর রাতে ৬ জনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

briddho khun

নিকলী থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সোমবার সকালে নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের কাশেম আলীর নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ির ওপর দিয়ে প্রতিবেশী এয়াকুব আলী তার জলাশয়ের পানি নামাতে যান। বাকবিতণ্ডার এক পর্যায়ে এয়াকুব আলীর পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাশেম আলীর বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায়।

বাঁধা দিলে এয়াকুব আলীর লোকজন কাশেম আলীর স্ত্রী জুলেখা খাতুন (৬০)কে কুপিয়ে, ছেলে হিরা মিয়া (৪০)কে লাঠির আঘাতে এবং কাশেম আলীর তলপেটে লাথি মেরে আহত করে। স্ত্রী-পুত্র নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও কাশেম আলী স্থানীয়ভাবে চিকিৎসা নেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চেীধুরী হত্যা মামলার কথা নিশ্চিত করে জানান, কাশেম আলীর লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর খুনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Similar Posts

error: Content is protected !!