আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) থেকে প্রতিনিধি ।।
বগুড়ার মহাস্থান গড়’কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় সোমবার ২৮ নভেম্বর রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর নেতৃত্বে ইউপি সদস্য ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে রায়নগর বন্দরে এক আনন্দ র্যালি শেষে মিষ্টি বিতরণ করা হয়।
র্যালি শেষে পরিষদ কার্যালয়ে সংপ্তি সভায় বক্তব্যে চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু বলেন, বগুড়ার মহাস্থান গড়’কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহসহ সংশ্লিষ্টরা ব্যাপক ভূমিকা রেখেছেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়ার মহাস্থান সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, আলাউদ্দিন, ছানাউল হক ছানা, রায়হান আলী, শহিদুল ইসলাম, শাহিনুর ইসলাম শাহিন, আবু হাসান, আব্দুল ওয়াহাব বাদল, মোস্তফা কামাল তোতা, মহিলা সদস্যা উৎলিমা বেগম, ফাতেমা বেগম লাকী, কমেলা বেগম, ইউপি সচিব রাসেল খান, উদ্যোক্তা সাজেদুর রহমান সাজু, আলহাজ্ব জিয়াউর রহমান, মুঞ্জুর রহমান, নজরুল ইসলাম, কামাল পাশা, মিল্লাতসহ সর্বস্তরের জনগণ। শেষে মিষ্টি বিতরণ করা হয়।