মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে দলিত, হরিজন, বেদে ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে অবহিতকরণ সভাটি উপজেলা পরিষদ (নান্দিনা) হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সেতারুজ্জামানের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার আলম।
এছাড়াও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, সাদ বাংলাদেশের ম্যানেজার মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভা শেষে উপজেলার দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠীর সন্তানদের মাঝে উপবৃত্তির চেক ও তিনজন হিজরাকে বিশেষ ভাতা কার্ড এবং ৫০জন দলিত, হরিজনকে বিশেষ ভাতা কার্ড প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।