জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় নিকলী ছাত্রদলের আনন্দ মিছিল

chatradal nikli

নিজস্ব প্রতিবেদক ।।

বিএনপি কিশোরগঞ্জ জেলায় নতুন কমিটি ঘোষণা করা হয় ৩ ডিসেম্বর। নবগঠিত জেলা বিএনপির কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ৬ ডিসেম্বর মঙ্গলবার নিকলীতে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

আনন্দ মিছিল ও সমাবেশের নেতৃত্বে ছিলেন নিকলী উপজেলা ছাত্রদল সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিন।

chatradal nikli

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, উপজেলা জাসাস সভাপতি কামরুল হাসান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা তাতীদল সভাপতি আবুল কাশেম জজমিয়া, সাধারণ সম্পাদক মুকতার হোসেন; উপজেলা ওলামা দল সেক্রেটারি মুরশিদ উদ্দিন, উপজেলা জিসাসের সভাপতি রমন সূত্রধর, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মুশতাক আহমেদ নান্নু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছাদির মেম্বার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল হাশিম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত কবির নাদিম প্রমুখ। এছাড়াও কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আষাঢ় মিছিল ও সমাবেশে যোগ দেন।

জানা যায়, আনন্দ মিছিল ও সমাবেশ শেষে উপজেলা ছাত্রদল উপস্থিত কর্মী, সমর্থক ও সাধারণের মাঝে মিষ্টি বিতরণ করে।

chatradal nikli

উপজেলা ছাত্রদল সভাপতি খাইরুল ইসলাম বলেন, নতুন জেলা বিএনপি কমিটি ঘোষণায় আমরা খুবই আনন্দিত। নবগঠিত কমিটির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় তারা অনেক আন্তরিক হবেন বলে আমাদের বিশ্বাস। খাইরুল আরো জানান, আজকের এই কর্মসূচির সার্বিক সহযোগিতা এবং নির্দেশনায় ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল আলম রাজন।

Similar Posts

error: Content is protected !!