বাজিতপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

joyita bajitpur

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় পাঁচজন নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৬ উপলক্ষে “জয়িতা অন্বেষণ বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ বছর বাজিতপুর থেকে পাঁচটি ক্যাটাগরির মধ্যে অর্থনৈতিক সাফল্যে মমতাজ বেগম, শিক্ষা ও চাকুরি সাফল্যে শিউলি আক্তার, সফল জননী হিসেবে আলেহা খাতুন, নারী ও শিশু নির্যাতনে বিভিষিকাময় ভূমিকার জন্য আকলিমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য চম্পা বেগম জয়িতা সংবর্ধনায় ভূষিত হন।

joyita bajitpur

মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন প্রমুখ।

joyita bajitpur

পরে একে একে পাঁচ জয়িতার হাতে অতিথিবৃন্দ জয়িতা সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!