নিজস্ব সংবাদদাতা ।।
নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ মাঠে মঙ্গলবার ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে নিকলী সদর একাদশ ও দামপাড়া একাদশের মধ্যেকার প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলার ফরম্যাট ছিলো প্রতি ইনিংসে ১৬ ওভার করে।
টসে জিতে নিকলী সদর একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সদর একাদশের অধিনায়কের দায়িত্ব ছিলো মোঃ শিহাব উদ্দিনের।
প্রথম ইনিংসে সদর একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১১৭ রান। দলের পক্ষে উল্লেখযোগ্য রান করেন মোঃ জুয়েল রানা ৩৮, আজিজুল ২৩ ও মোঃ শিহাব উদ্দিন ১২। দামপাড়া একাদশের রাকিব ২০ রান খরচায় ২ উইকেট নেন।
১১৮ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে দামপাড়া একাদশের খেলোয়াড়রা বেশিদূর যেতে পারেননি। বিজয়ী দলের কিপটে বোলারদের কাছ থেকে সবক’টি (১০ উইকেট) হারিয়ে ৯১ রান নিতে সক্ষম হয়। তখনো ইনিংসের নির্ধারিত আরো ২ বল বাকি। ফলে ২৬ রানের পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় দামপাড়া একাদশকে। দামপাড়া একাদশের পক্ষে শামীমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৮ রান।
নিকলী সদর একাদশের পক্ষে শিহাব উদ্দিন নেন ১৫ রানে ৩ উইকেট, নাঈম মিয়া ২৪ রানে ৩ উইকেট ও মোঃ জুয়েল রানা ৮ রান খরচায় ২ উইকেট। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে বিজয় দলের মোঃ জুয়েল রানা ম্যাচ সেরা নির্বাচিত হন।
সংক্ষিপ্ত স্কোর : নিকলী সদর একাদশ ১১৭/৫ (১৬ ওভার); দামপাড়া একাদশ ৯১/১০ (১৫.৪ ওভার)।