আমাদের আঠারবাড়ি এফবি পেজের শীতবস্ত্র বিতরণ

atharbari shit bostro

নিজস্ব প্রতিবেদক ।।

ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি ইউনিয়নের কিছু তরুণ মিলে বেশ কয়েক বছর আগে ফেসবুকে একটি পেইজ খুলেছিল। পরবর্তীতে এটি শুধুই একটি ফেসবুকের পেইজ হয়ে থাকেনি। নিজ ইউনিয়ন এবং থানার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে অকপটে।

লেখালেখির পাশাপাশি সমাজসেবায়ও অবদান রাখছে ফেসবুকভিত্তিক এই সংগঠনটি। গৃহহীনদের ঘর করে দেয়া, হতদরিদ্রদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেয়া, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ইতিমধ্যেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

atharbari shit bostro

তাদের সর্বশেষ সমাজসেবামূলক কাজটি ছিল আঠারবাড়ি ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ২টি ক্যাম্প করে শীতার্ত মানুষদের মাঝে প্রায় ৫০০ কম্বল বিতরণ করা হয়। এলাকাবাসীর আর্থিক সহায়তা এবং উক্ত পেইজের এডমিনদের আর্থিক সহায়তার পাশাপাশি মানসিক এবং শারীরিক শ্রমের ফলেই গত ১০ তারিখ শীতবস্ত্র বিতরণের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে উক্ত পেজের এডমিনরাই।

ফেসবুকের আজেবাজে অনেক পেজের ভিড়ে “আমাদের আঠারবাড়ি” পেইজ অনুপ্রেরণা হয়ে থাকবে।

Similar Posts

error: Content is protected !!